হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটমের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় ব্যাটারি চালিত টমটম অটোরিকশার ধাক্কায় স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের প্রধান সড়কের পৌরসভা ভবনের সামনে স্থানীয় সাফওয়ান স্কুলের ১ম শ্রেনীর ছাত্রী নওশিন আক্তার (৭) রাস্তা পারাপার করতে গেলে ব্যাটারি চালিত টমটম অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়।

মূমূর্ষ অবস্তায় তাকে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্তার অবনতি হতে থাকলে তাকে সিলেট রাগিব – রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে সন্ধ্যা ৭ টায় চিকিৎসাধীন অবস্তায় স্কুল ছাত্রী নওশিন মারা যায়।

সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দূর্গানগর গ্রামের এনজিও কর্মকর্তা মোশারফ হোসেন তুহিনের মেয়ে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহত নওশিনের আপন চাচা মোবারক হোসেন ইমন।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »