সীমান্তবর্তী জেলা নওগাঁয় এক সপ্তাহের বিশেষ লকডাউন

করোনার জন্য ফ্লাইট নিষেধাজ্ঞায় আরও ৭ দেশ

বাংলাদেশ ডেস্কঃ পার্শ্ববর্তী দেশ ভারতের ডাবল মিউট্যান্ট করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা নওগাঁয় এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। আজ ৩ জুন থেকে এ বিশেষ লকডাউন কার্যকর হবে।

বুধবার ২ জুন দুপুর ২ টায় এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হারুন অর রশীদ এ সিদ্ধান্তের কথা জানান। লকডাউন চলাকালে নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলায় অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব যান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

এর আগে রোববার ৩০ মে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় কঠোর লকডাউনের সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। সুপারিশকৃত ওই সাত জেলার মধ্যে নওগাঁ ছাড়াও রাজশাহী, নাটোর, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও খুলনা জেলার নাম রয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২৪ মে (সোমবার) রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়। যা এখনো চলমান রয়েছে। ৩০ মে আবার নতুন করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে আরও সাতটি দেশের সঙ্গে আগামীকাল শুক্রবার ৪ জুন থেকে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপন জারি করেছেন।

বাংলাদেশের সংবাদ মাধ্যমের জানিয়েছেন,আগে থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা চারটি দেশসহ এখন মোট ১১টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

আগামীকাল ৪ জুন রাত ১২ টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞায় নতুন যুক্ত দেশ সমূহ হল,বাহরাইন,বলিভিয়া, মালয়েশিয়া,মালদ্বীপ, প্যারাগুয়ে,ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ে। আগে থেকে নিষেধাজ্ঞায় রয়েছে আর্জেন্টিনা,ব্রাজিল, ভারত ও নেপাল।

করোনা মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় কলম্বিয়া, কোস্টারিকা,সাইপ্রাস,জর্জিয়া,ইরান,মঙ্গোলিয়া,ওমান,সাউথ আফ্রিকা এবং তিউনিসিয়ায় থাকা ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। বেবিচকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,নিষেধাজ্ঞায় থাকা দেশ সমূহ থেকে আপাতত কেহ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এবং কোন বাংলাদেশীও এসব দেশে যেতে পারবে না।

তবে কোন অনাবাসী বাংলাদেশী বা প্রবাসী কর্মী যারা গত ১৫ দিনে এসব দেশে গিয়েছেন তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফেরত আসতে পারবেন। এক্ষেত্রে তাদের বাধ্যতামূলক সরকার নির্ধারিত কোন প্রতিষ্ঠানে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এছাড়া বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোষ্টারিকা, ডেনমার্ক ও গ্রিস- এ ছয়টি দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাদের নিজ খরচে ১৪ দিন বাধ্যতামুলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে৷ কুয়েত ও ওমান থেকে কেউ এলে তাকে ৩ দিন বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে৷ এরপর কোভিড পরীক্ষার ফল পজিটিভ হলে তাদের বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে৷

 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে বাংলাদেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা করে বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। তবে ১০ বছরের নিচের শিশুদের কোভিড সনদ দেখাতে হবে না৷ বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করলে যাত্রীদের ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার কথা বলেছে বেবিচক৷

এদিকে বিদেশগামী ও বিদেশ থেকে আসা উড়োজাহাজে এক সঙ্গে কত যাত্রী পরিবহন করা যাবে সেটাও প্রজ্ঞাপনে নির্ধারণ করে দিয়েছে বেবিচক৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথমে ১৪ এপ্রিল থেকে সব  আন্তর্জাতিক রুটের যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করা হয়৷ ১৬ দিন বন্ধ থাকার পর গত ১ মে থেকে ১২ টি ছাড়া সব দেশে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক৷ পরে তালিকায় নেপালের নাম যুক্ত হলে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা দাঁড়ায় ১৩ টিতে।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »