চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ কোস্ট ফাউন্ডেশন, সিএফটিএম প্রকল্পের সহযোগিতায় আজ ৩ জুন ২০২১ তারিখ, রোজ: বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ‘‘ বাজেটে জলবায়ু পরিবর্তন বিষয়ক অভিযোজন কর্মপরিল্পনা ও আয়-ব্যয়খাত সম্পৃক্তকরণে’’ ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট ২০২১-২২ উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার-মোঃরায়হানুল ইসলাম। সভায় সভাপত্বি করেন ১১নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মোঃ তাজুল ইসলাম।সভা সঞ্চালনা করেন কোস্ট, সিএফটিএম প্রকল্পের সহকারি পরিচালব-রাশিদা বেগম।
সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা, উপকূলীয় বনবিভাগ, ভোলা-মোঃ কামরুল ইসলাম, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা-গোলাম মাওলা, সহকারি শিক্ষা অফিসার-মোঃ আবু তাহের, ভেদুরিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার-মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক-মোবাশ্বর উল্লাহ, ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ-সাধারন সম্পাদক-মোঃআবদুল হাই, উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি-মোঃ মোকাম্মেল হক মিলন, ভেদুরিয়া ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, জলবায়ু ফোরাম সদস্য ও কোস্ট ফাউন্ডেশনের কর্মীসহ অনেকে।
বাজেট উপস্থাপন ও আলোচনা শেষে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩১৪১০৫৪৫ টাকার বার্ষিক বাজেট হস্তান্তর করে।
যাতে জলবায়ু অভিযোজনখাতে বরাদ্দ রাখা হয়েছে ২৩৮০০০০/- টাকা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করে কোস্ট, সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার-রাজিব ঘোষ। বার্ষিক বাজেট উপস্থাপন করে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব-মোঃ নিয়াজ মোর্শেদ।
সভায় প্রধান অতিথি ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা-জনাব মোহাম্মদ মিজানুর রহমান বলেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ আজ একটি চমৎকার যুগপোযোগি বাজেট উপস্থাপন করেছে।
বর্তমান সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকল স্তর থেকে কাজ করতে হবে। আর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ এতে সবার আগে জলবায়ু অভিযোজন পরিকল্পনা ও বাজেটে আয়-ব্যয়খাত যুক্ত করে ইউনিয়নের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ শুরু করে দিল। তাদের এউদ্যোগ অন্যান্যো ইউনিয়নরে জন্যও অনুকরণীয় হবে।এমন একটি দৃষ্টান্তমূলক উদ্যোগে সার্বিক সহায়তা করার জন্য কোস্ট ফাউন্ডেশন, সিএফটিএম প্রকল্প ধন্যবাদ জানাই।
সহকারি কমিশনার-জনাব মোঃ রায়হানুল ইসলাম বলেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ অত্যন্ত সময় উপযোগি উদ্যোগ নিয়েছে। যাতে কারিগরি সহায়তা দিয়েছে কোস্ট, সিএফটিএম প্রকল্প, ভোলা। বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ সকলখাতে বরাদ্দ রেখেছে। তবে আমার মনেহয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও বরাদ্দ দেয়া উচিত।আর এমন একটি ব্যতিক্রম ও বিশ্লেষণধমী বাজেট উপস্থাপন সভায় অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত থাকলে তারা উৎসাহিত হতো।
সভার সভাপতি ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মোঃ তাজুল ইসলাম বলেন আমরা প্রতিবছরই বাজেট সভা ও বাজেট পেশ করি। কিন্তু এবছর আমরা কোস্ট ফাউন্ডেশন, সিএফটিএম প্রকল্পের কারিগরি সহায়তায় বাজেটের কাঠামো ঠিক রেখে জলবায়ু অভিযোজন আয়-ব্যয়খাত সম্পৃক্ত করেছি।এখানে কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সুনিদৃষ্ট ভাবে বরাদ্দ রেখেছি।এছাড়াও স্বাস্থ্যখাতে করোনা মোকাবেলায়ও বরাদ্দ রেখেছি। এবছর আমাদের কোনো খাতে বরাদ্দ কম হয়েছে, আমরা কিন্তু সবার আগে জলবায়ু পরিবর্তন মোকাবেলার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ শুরু করলাম। যার সুফল জনগন আগামীদিনে পাবে। তখন বরাদ্দ বৃদ্ধি পাবে।
সভা অন্যানের মধ্যে বক্তব্য ও মতামত প্রদান করে ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ-সাধারন সম্পাদক-মোঃআবদুল হাই, সিনিয়র সাংবাদিক-মোবাশ্বর উল্লাহ, উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি-মোঃ মোকাম্মেল হক মিলনসহ অনেকে।
মোঃ তরিকুল ইসলাম/ইবি টাইমস