চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ভোলার চরফ্যাসন উপজেলার এয়াজপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে এওয়াজপুর ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোলা মাঠে বৃস্টিতে ফুটবল খেলারত অবস্থায় হঠাৎ বজ্রপাতে দুই শিশু ঘটনাস্হলেই মারা যায় ।
এ সময় বজ্রপাতে মাঠের পাশে থাকা আরো ২ জন গুরুতর আহত হয়ে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনরা দুপুর ২টার দিকে হতাহতদের চরফ্যাশন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত দুজনের অবস্হা শংকামুক্ত। তাদের সুস্হতায় চিকিৎসা দেয়া হচ্ছে।
বজ্রপাতে নিহত ২ শিশু এওয়াজপুর এলাকার কুতুব উদ্দিন মাঝির পুত্র মোঃ সাগর (১২) ও আবদুস সাত্তার দপ্তরির পুত্র মোঃ শান্ত (৮)।বজ্রপাতে গুরুতর আহত মোহাম্মদ আলির পুত্র ইয়ামিন (৭) ও আবু বকর সিদ্দিকের পুত্র নুরনবি (৪২)।
মোঃ তরিকুল ইসলাম/ইবি টাইমস