ঢাকা: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩জুন) সংসদ অধিবেশন শেষে তিনি বাজেট প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ এটি একটি বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট।’
এর আগে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
সন্ধ্যায় বাজেট প্রস্তাবনাকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করে বাংলাদেশ আওয়ামী লীগ।
ঢাকা/ইবিটাইমস/আরএন