পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী শহরের প্রভাবশালী ব্যবসায়ী শুভাশিষ মূখার্জীর হাত থেকে নিজেদের জমি ও জীবন বাঁচতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের অংশ গ্রহণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় খোকন চন্দ্র চ্যাটার্জীর ছেলে জনি, সাংবাদিক মনোজ কান্তি করসহ মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘সেন্টারপাড়ার মৌজায় কয়েকটি হিন্দু পরিবার জমিদার আমল থেকে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় ধনাঢ্য ব্যবসায়ী শুভাশিষ মূখার্জী অবৈধ টাকা এবং পেশিশক্তি ব্যবহার করে হিন্দু পরিবার গুলো কে উৎখাত করতে চাচ্ছে। শুভাশিষ মূখার্জী শহরের ভূমিদস্যু, জালিয়াতি, হুন্ডি ব্যাবসার সাথে জড়িত বলেও অভিযোগ করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘শুভাশিষ মূখার্জীর কালো টাকার কাছে আমরা দূর্বল। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি ভূমির জন্য। আজ আমাদের মুক্তিযোদ্ধাদের নিজেদের জমিই দখল করছে প্রভাবশালীরা। সরকারের কাছে দাবী আমাদের ন্যায্য অধিকার রাক্ষায় এগিয়ে আসুন।”
উল্লেখ্য, ১ লা জুন পটুয়াখালী প্রেসক্লাবে প্রভাবশালী শুভাশিষ মূখার্জীর হাত থেকে রক্ষা পেতে মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক পরিবারের সংবাদ সম্মেলন করেন।
আব্দুস সালাম আরিফ /ইবি টাইমস