ব্রাজিলে হবে কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক: কলম্বিয়া ও আর্জেন্টিনা নয়. শেষ পর্যন্ত এবার কোপা আমেরিকার আয়োজক হচ্ছে নেইমারের দেশ ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ব্রাজিলে বসবে প্রতিযোগিতাটির এবারের আসর।

অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কনমেবল। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ২০২১ কোপা আমেরিকার আয়োজক হওয়ার ইচ্ছা জানিয়ে আবেদন করেছিল দেশটির সরকারের কাছে। সেই আবেদনে মিলেছে সবুজ সংকেত।

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরটি এবার যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এই তালিকা থেকে আগে বাদ পড়ে কলম্বিয়া। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে আর্জেন্টিনাকেও বাদ দেয়া হয়। ফলে শঙ্কায় পড়ে গিয়েছিল নির্ধারিত সময়ে কোপা আমেরিকার আয়োজন। এখন সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে।

আশা করা যায় নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। আগামী ১৩ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হবে আসরটি। ১৪ জুন আর্জেন্টিনা-চিলির ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে এবারের আসর। তবে, ব্রাজিলের কোন কোন শহরে কত কত তারিখে ম্যাচগুলো আয়োজিত হবে তা দ্রুততম সময়ে জানানো হবে।

তবে শঙ্কার ব্যাপার হলো, ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি খুব একটা ভালো নয়।

ডেস্ক/ইবিটাইম/এমএন

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »