বাংলাদেশ এসোসিয়েশন ইন-স্পেনের প্রতিনিধিদল,নব নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ

স্পেনঃ স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূতের মোহাম্মদ সারোয়ার মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন ইন۔۔ স্পেনের একটি প্রতিনিধি দল ।

গতকাল ৩১ মে দুপুর ১২ টা রাষ্ট্রদূত এর সাথে দীর্ঘ তিন ঘণ্টা ব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ এসোসিয়েশন ইন- স্পেনের প্রতিনিধি দলে ছিলেন,সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ।

দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,দুতলায় প্রধান আব্দুর রউফ মন্ডল,কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ,কাউন্সিলর প্রথম সচিব( শ্রম উইং) মুহতাসিমুল ইসলাম, কাউন্সিলর প্রথম সচিব তাসনিম শারমিন ।

নেতৃবৃন্দ পুলিশ ক্লিয়ারেন্স সজীকরণ,পাসপোর্ট নিয়ে জটিলতা সহ দূতাবাসের সেবার মান প্রবাসী বান্ধব করার দাবি জানান এবং বাংলাদেশ এসোসিয়েশনের স্পেনের কার্যক্রম তাঁকে অভিহিত করেন।  তিনি

মান্যবর রাষ্ট্রদূত মনোযোগ সহকারে তাদের কথা শুনেন এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন-  স্পেনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করেন । রাষ্ট্রদূত এ সময়,দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দূতাবাসকে প্রবাসীদের কল্যানে আরো বেশি সম্পৃক্ত শুধু নয় সহযোগী করতে একযোগে কাজ করার আহ্বান জানান ।

মান্যবর রাষ্ট্রদূত বলেন,অনিয়মের বিরুদ্ধে দূতাবাসের অবস্থান জিরো টলারেন্স অব্যাহত থাকবে । বাংলাদেশ কমিউনিটির সামাজিক উন্নয়নে এসোসিয়েশনের সকল কল্যাণমুখী কর্মকাণ্ডএ দূতাবাস পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন ।

এরপর বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতৃবৃন্দ নব নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ কে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন ।

বকুল খান/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »