ঝালকাঠিতে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ঝালকাঠি প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন-এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে বঙ্গমাতা ফজিলাতুন নেছা বালিকা বিভাগে কীর্ত্তিপাশা ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে গাবখান ধানসিড়ি ইউনিয়নকে পরাজিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক, উপজেলা কৃষি অফিসার রিফাত সিকদার প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জেলা ক্রীড়া সংস্থা সহযোগীতায় এর আয়োজন করেছে। দেশ ব্যাপি ফুটবলের প্রসারের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রধান অথিতির বক্তবে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন,বাংলাদেশ এক সময় ফুটবল সমৃদ্ধ দেশ ছিল। সাম্প্রতিক সময়ে ফুটবলকে পিছে ফেলে ক্রিকেট আন্তর্জাতিকভাবে উঠে এসেছে। দেশ ব্যাপি হারানো ফুটবলকে ফিরিয়ে আনার জন্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছে। আমাদের দেশের যুব সমাজকে নেশার ছোবল থেকে আত্মরক্ষা করার জন্য খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলার পাশাপাশি এ কারনে শিল্প-সাংকৃতি কর্মকান্ডেরে উপর বিভিন্নমুখী পরিকল্পনা নিয়েছেন।

বাধন রায়/ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »