আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীর কাছে আগুন লাগার পর ইরানের নৌবাহিনীর বড় জাহাজটি ডুবে গেছে। জাহাজটি রাজধানী তেহরান থেকে প্রায় ১,২৭০ কিলোমিটার (৭৯০ মাইল) দক্ষিণ-পূর্বে এবং হরমুজ প্রণালীর কাছাকাছি ডুবে যায়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, নিকটবর্তী একটি দ্বীপের নামানুসারে এই জাহাজটির নাম রাখা হয় খার্গ। যেটি মূলত তেল টার্মিনাল হিসেবে কাজ করে। স্থানীয় সময় বুধবার ভোরে এতে আগুন ধরে যায়। উদ্ধার চেস্টা ব্যর্থ হওয়ায় এটি রক্ষা করা সম্ভব হয়নি।
রাতে তোলা একটি ছবিতে দেখা গেছে যে, লাইফ জ্যাকেট পরিহিত ক্রুদের পেছনে আগুন জ্বলছে এবং তারা পালানোর চেষ্টা করছেন। দিনের বেলা তোলা আরেকটি ছবিতে দেখা গেছে সেখান থেকে ভারী ধোঁয়া বের হচ্ছে এবং তখনো আগুন জ্বলছিল।
স্থানীয় এক সেনা কর্মকর্তা দেশটির সংবাদ সংস্থা তাসনিমকে জানিয়েছেন, এ ঘটনায় ২০ জন সামান্য দগ্ধ হয়েছেন।
আগুন লাগার কারণ সম্পর্কে কোনো কিছু এখনো জানানো হয়নি।
ডেস্ক/ইবিটাইমস/এমএন