হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুাটে আমু চা বাগানের চা শ্রমিকের বিরুদ্ধে বিজিবি কর্তৃক গাঁজা দিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে শ্রমিকরা। সোমবার দুপুরে ২ঘন্টা কাজ বন্ধ করে চা শ্রমিকরা বাগানে এ কর্মসুচি পালন করে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক নিপেন পাল, সাবেক সাধারণ সম্পাদক যুবরাজ ঝড়া, স্থানীয় মেম্বার চন্দ্র তাঁতী ও বিজলা কানুসহ অর্ধশতাধিক চা শ্রমিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনে চুনারুঘাটের চিমটি বিল ক্যাম্পের কোম্পনী কমান্ডার আবু তাহের আমু চা বাগানের প্রায় ১৫ জন চা শ্রমিককে বিভিন্ন সময় গাঁজা দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। এসময় তারা চিমটি বিল ক্যাম্পের বিজিবির সোর্স কয়েকটি মামলার আসামি শিপন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
শ্রমিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে জেলার ২৩টি চা বাগানে অনির্দিষ্ট কালের শ্রমিক ধর্মঘটসহ আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে শতশত চা শ্রমিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস