হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭(বালক) ফুটবল টূর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে ।
সোমবার বিকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এতে বক্তব্য রাখেন নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী,শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, ক্রীড়া সংগঠক আজিজুর রহমান ফয়সল, শামীমুর রহমান শামীম মেম্বার, সাবেক কাউন্সিলর নওয়াব আলী, মীর সজল,জামাল আহমেদ অনিক, এম এম আর রাসেল, কছির আহমেদ, কামাল আহমেদ, হাবিব মেহেদি, মামুনুর রহমান সোহাগ, প্রমুখ।
খেলায় শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ১-০ গোলে নুরপুর ইউনিয়ন কে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। শায়েস্তাগঞ্জ ইউনিয়নের পক্ষে হাফেজ রোকন একমাত্র গোলটি করেন।
টূর্নামেন্টে শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন, নুরপুর ইউনিয়ন ও ব্রাক্ষণডুরা ইউনিয়নের ফুটবল দল অংশ গ্রহন করেছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস