ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি বিসিক শিল্প নগরীতে প্লট বরাদ্ধের খরা কাটিয়ে নতুন মেরুকরণ শুরু হচ্ছে। ঢাকার ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ঝালকাঠি বিসিক শিল্প নগরিতে ৭২ হাজার বর্গ মিটারের ১৬টি প্লট ক্রয় করেছে। শনিবার ঝালকাঠি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে জেলা প্লট বরাদ্ধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১ লক্ষ ১৫ হাজার বর্গ মিটারে ৫জন শিল্প উদ্যোগতার অনুকুলে বিসিক শিল্প নগরিতে ২৬টি প্লট বরাদ্ধ দেয়া হয়েছে। বিসিক শিল্প নগরির ১১.০৮ একর জমির উপর প্রতিষ্ঠিত শিল্প নগরীর ৭৯টি প্লটের মধ্যে নতুন ২৬টি প্লটের বিক্রি নিয়ে ৪০টি প্লট বিক্রি হয়েছে। নতুন করে আসা এই ৫জন শিল্প উদ্যোগতা ১৭৯২.১১ লক্ষ টাকা বিনিয়গ করবেন ও ১৬৫৯জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্লট বরাদ্ধ কমিটির সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী সভাপতিত্ব করেন। সভায় ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি সালেহ উদ্দিন আহমেদ সালেক, ভাইয়া কনজুমার গুডস লিঃ এর ডিজিএম(ফুড) মাসুদ খান, এএসএম স্টিল মিল লিঃ এর প্রোপ্রাইট মোঃ গোলাম মোস্তফাসহ ৫জন শিল্প উদ্যোগতা ও ব্যবসায়ী এবং কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
৫জন শিল্প উদ্যোগতার মধ্যে ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ খাদ্য ও খাদ্যজাত পণ্যের কারখানা, মেসার্স সারেং ফার্নিচারের আসবাবপত্র তৈরীর কারখানা, এএসএম স্টিল মিলের কারখানা, মেসার্স হাফিজ অয়েল মিল কারখানা, মেসার্স আসিক ব্যাগ ইন্ডাস্ট্রি ব্যাগ তৈরীর কারখানা, মেসার্স মা সন্তোশি অয়েল মিল তেলের কারখানা, ও মেসার্স মা সন্তোশি ফুড প্রোডাকস খাদ্য ও খাদ্যজাত পণ্য কারখানা স্থাপন করবে।
উল্লেখ্য ৩বছর পূর্বে শিল্প নগরির প্লট তৈরী করার পরে এখানে ৬ হাজার ফুট, ৪হাজার ৫শ ফুট ও ৩হাজার বর্গ ফুট আয়তনের প্লট তৈরী কিন্তু প্লটের দাম ২লক্ষ ৫৯ হাজার দাম নির্ধারণ করা হলে উদ্যোগতারা এগিয়ে আসেনি। পরবর্তীতে জেলা প্রশাসকের প্লটের দাম কমানো প্রস্তাবটি শিল্প মন্ত্রণালয়ের অনুমোধন করে ১৫৯ হাজার করার পরে উদ্যোগতারা ধীর গতিতে আসতে শুরু করে এবং সারেং ফার্নিচার ইউনিট প্রথম প্লট কিনে যাত্রা শুরু করেছিলেন।
বাধন রায় /ইবি টাইমস