ঝালকাঠি প্রতিনিধি : বিশ্ব দুগ্ধ দিবস ঝালকাঠিতে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সাহেব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার ,এএসপি সদর সার্কেল, প্রশান্ত কুমার দে বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে দুগ্ধ খামারি শংকর মুখার্জী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির সভাপতি, হেমায়েত উদ্দিন হিমু, কাঠালিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আব্দুল মোমিন বক্তব্য রাখেন। প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় জেলা প্রাণি সম্পদ বিভাগ এর আয়োজন করেছে।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা দুগ্ধ খামারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় গুড়ো দুধ আমদানী বন্ধ করে দুগ্ধ খামারিদের শিল্প বিকাশের সহযোগীতা করা এবং মানুষের মধ্যে দুধ সেবনের অভ্যাস বৃদ্ধিসহ খামারিদের স্বল্পসুদে ঋণদানের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
বাধন রায়/ ইবি টাইমস