অস্ট্রিয়ায় বেকারত্ব ৪ লাখের নীচে নেমে এসেছে

অস্ট্রিয়ায় সবকিছু খুলে দেয়ায় বেকারত্ব ৬ লাখ থেকে ৪ লাখের নীচে 

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে, অস্ট্রিয়ায় মে মাসে বেকারত্ব ৪,০০,০০০ লাখের  এর নীচে নেমে গেছে। অস্ট্রিয়ায় আজ ১ জুন ৩,৯২,৩৬০ জন বেকার হিসাবে বা বিভিন্ন প্রশিক্ষণের জন্য নিবন্ধিত হয়েছেন। মহামারী করোনার জন্য গত বছর অর্থাৎ ২০২০ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ায় বেকারত্বের সংখ্যা ৬,০০,০০০ লাখ ছাড়িয়ে গিয়েছিল।

অস্ট্রিয়ার শ্রমমন্ত্রী মার্টিন কোচার (ÖVP) আজ মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেন যে, বর্তমান বেকারত্বের পরিসংখ্যান অনুযায়ী রাজধানী ভিয়েনায়  এখনও  বেকারত্ব “এখনও বেশি”। তবে করোনার সঙ্কটের শুরু থেকেই এটি “উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে”। শ্রমমন্ত্রী কোচার বেকারত্বের এই দ্রুত হ্রাসে সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি জানান বেকারত্বের এই হ্রাস আমাদের শ্রমের বাজারে “অত্যন্ত শক্তিশালী গতিশীলতা” ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন। বেকারত্বের মাসিক ভারসাম্য আগের মাসের তুলনায় এই মাসে সুস্পষ্ট  হ্রাস পাওয়ায় সেই ঈঙ্গিতই বহন করছে বলে জানান তিনি।

শ্রমমন্ত্রী আরও জানান খুব শীঘ্রই করোনা মহামারীর জন্য স্বল্প সময়ের কাজ শেষ হতে যাচ্ছে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে দেশে বেকারত্বের সংখ্যা আরও হ্রাস পাবে এবং ধীরে ধীরে স্থিতিশীল অবস্থা ফিরে আসবে বলে আশা করছেন তিনি।

তিনি আরও জানান, মে মাসের শেষে  অস্ট্রিয়ায় প্রায় ৩,৩০,০০০ লোক এখনও স্বল্প সময়ের কাজের জন্য নিবন্ধিত ছিল।  তবে, এই সংখ্যাটি কেবল পূর্ববর্তী ক্ষেত্রেই মূল্যায়ন করা যেতে পারে, কারণ পর্যটন, গ্যাস্ট্রোনমি এবং সাংস্কৃতিক এবং ইভেন্ট সেক্টরের অনেক সংস্থা তাদের কর্মীদের সাবধানতার বাইরে স্বল্প সময়ের জন্য নিবন্ধভুক্ত করেছে, শ্রমমন্ত্রী জানিয়েছেন। কোচার আশা করেন যে, গ্রীষ্মে স্বল্প সময়ের কর্মীদের সংখ্যা এক লাখে নেমে আসবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১২ জন।

রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Tirol রাজ্যে ৬৭ জন,NÖ  রাজ্যে ৫৭ জন, Steiermark রাজ্যে ৫০ জন,Vorarlberg রাজ্যে ৪৪ জন, OÖ রাজ্যে ৪০ জন,Kärnten রাজ্যে ২১ জন, Salzburg রাজ্যে ১১ জন এবং Burgenland রাজ্যে ৩ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান করি হয়েছে ৪৬,৬৪১ ডোজ। এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৫১ লক্ষ ৩২ হাজার ২৯৫ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৫,১৫২ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৬১৫ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,২৯,৭১৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪,৮২৪ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৪৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »