মোংলায় করোনার সংক্রমন বাড়ছে, রবিবার থেকে কঠোর বিধি নিষেধ

মোংলা প্রতিনিধি: মোংলা উপজেলায় উদ্ধেগজনক হারে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় কঠোর বিধি-নিষেধ জারি করেছে উপজেলা প্রসাশন। এই বিধি-নিষেধ আগামী (৩০ মে) রবিবার হতে পরবর্তী ০৮ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্দেশনা সমূহ বাস্তবায়নে সকলকে অনুরোধ জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

ঈদের পর পরই হঠাৎ করেই মোংলায় বেড়ে যায় করোনা সংক্রমন। প্রশাসনের পক্ষ থেকে বার বার স্বাস্থ্য সচেতনতার কথা বলা হলেও সাধারণ মানুষের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। চলালচলের ক্ষেত্রে বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি।

মোংলা উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, আগামী (৩০ মে) রবিবার হতে মোংলায় মাস্ক পরা ব্যতীত কাউকে পাওয়া গেলে তাকে আইনানুগ শাস্তির আওতায় আনা হবে এবং পৌর এলাকায় চলাচল সীমিত থাকবে। জরুরি পরিবহন ছাড়া যানবাহন বন্কোধ থাকবে। বিভিন্ন পয়েন্টে পুলিশ, আনসার ও সেচ্ছাসেবক থাকবে। ওষুধ, জরুরি কৃষিপণ্য, খাদ্যপণ্য ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদিবাজার, মাংস, মাছ ও ফলের দোকান সকাল ৬টা হতে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল-রেস্তোরায় বসে খাওয়া যাবে না। তবে পার্সেল নেয়া যাবে।

এছাড়া লাইটার, জাহাজ, বড় জাহাজ ও লঞ্চ হতে  আগত কেউ পৌর এলাকায় প্রবেশ করতে পারবেনা বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।

শিকদার ইয়াছিন আরাফাত /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »