ভান্ডারিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় আধা কেজি গাঁজা সহ মো. মিলন সরদার ও(২৯) ও মো. মিজানুর রহমান সোহাগ (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৩১মে) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন উপজেলার ইকরি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিংহখালী গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের এবং মিজানুর রহমান সোহাগ একই ইউনিয়নের ৫নং ইকরি গ্রামের মৃত এনায়েত বেপারীর ছেলে।

ডিবি পুলিশের ইন্সপেক্টর (ওসি) মো. জাকারিয়া হোসেন ওই দুই মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, ওই দিন দুপুরে তারা একই ইউনিয়নের ইকরি গ্রামের ৪১ নং বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মঠবাড়িয়া- পিরোজপুর হাইওয়ে রাস্তার প্রবেশ মুখের পাকা রাস্তার উপর বসে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদক বেচা-কেনা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা ব্যাগে আধাকেজি গাঁজা উদ্ধার কার হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মিলন হালদার বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »