বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” ভারতের করোনার দুই প্রজাতির নাম রাখল ‘ডেল্টা’ ও ‘কাপ্পা’

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার পত্রিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে,করোনাভাইরাসের নয়া ভারতীয় প্রজাতির নাম ‘ডেল্টা’ রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যা গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণ। নয়া প্রজাতি আসার ঠিক আগে যে প্রজাতি দেশে সংক্রমণ ছড়িয়েছিল, তার নামও গ্রিক বর্ণমালার দশম বর্ণের নামে রাখা হয়েছে। অর্থাৎ ‘কাপ্পা’।

গত অক্টোবর মাসে ভারতে করোনাভাইরাসের দুই নতুন প্রজাতির খোঁজ পাওয়া যায়। যার একটির নাম বি.১.৬১৭.১ এবং বি.১.৬১৭.২। সোমবার ৩১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দুই প্রজাতির নতুন নামকরণের কথা ঘোষণা করে। “হু” জানায় এখন থেকে ভারতের B.1617.1 প্রজাতিকে ‘কাপ্পা’ এবং B.1.617.2 প্রজাতিকে ‘ডেল্টা’ নামে ডাকা হবে।

গত সেপ্টেম্বরে ব্রিটেনে যে প্রজাতির খোঁজ মিলেছিল, তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। গত বছর দক্ষিণ আফ্রিকায় যে প্রজাতির অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তার নাম ‘বিটা’। নভেম্বরে ব্রাজিলে করোনাভাইরাসের যে প্রজাতি সংক্রমণ ছড়িয়েছে তার নাম ‘গামা’রেখেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু”।

এদিকে ভারতে সোমবার ৩১ মে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমে এসেছে। করোনার ডাটা সংরক্ষণ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে সোমবার ভারতে নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,২৪,৯৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ২,৭৫৫ জন। ভারতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২,৮১,৭১,৯৫৫ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৩,৩১,৮৮২ জন।

ভারতে এই পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন মোট ২,৫৯,৩৭,১৪২ জন। বর্তমানে ভারতে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৯,০২,৯৩১ জন এবং ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছেন ৮,৯৪৪ জন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »