চরফ্যাসন (ভোলা) : ভোলার চরফ্যাসনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল নামের এক বরফকল শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত পোনে ৯ টায় উপজেলা সামরাজ সুইস গেটের মাদুর বরফ কলে এ ঘটনায় ঘটে। নিহত রবিউল দৌলত খান উপজেলার চরপাতা ৭ নং ওয়ার্ডের শেখ ফরিদ চকিদারের ছেলে।
জানাগেছে, বিদ্যুৎ সংযোগের ছেঁড়া তার লাগাতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় রবিউল। তাকে সহকর্মীরা উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘটনাস্থলে থানার এস আই ছিদ্দিক রয়েছেন। পুলিশের এস আই ছিদ্দিক জানান, ডান হাতের আঙ্গুল টি একটা স্থানে পোড়া ক্ষত চিহৃ রয়েছে। সুরত হাল রির্পোট করা হয়েছে। লাশের বিষয়ে এখন ও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
জামাল মোল্লা /ইবি টাইমস