হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

শনিবার দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের জব্বার উল্লাহর ছেলে জমির উদ্দিন (৪০) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার ছেলে শাকিল আহমেদ রামিম (৩৫)। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই বন্ধু একটি মোটরসাইকেলযোগে বানিয়াচং থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বেড়াতে রওয়ানা হন। তারা দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে পথে তাদের মৃত্যু হয়।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »