আজ দেশে নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত ১,০৪৩ জন এবং মৃত্যুবরণ ৩৮ জনের
আন্তর্জাতিক ডেস্কঃ আজ শনিবার ২৯ মে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশে
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৫৪৯ জন। এই সময় আজ ১ হাজার ৪৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।
করোনায় আক্রান্ত হয়ে নতুন করে প্রাণ হারানো এই ৩৮ জনের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১০ জন। আর তাদের মধ্যে সরকারি হসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৫ জন, বেসরকারি হাসপাতালে দুইজন এবং বাসায় একজন মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫০২টি পরীক্ষাগারে ১২ হাজার ৬১১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৮৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৯ লাখ ১৫ হাজার ৫৮টি। পরীক্ষায় আরও এক হাজার ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১৮৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।
প্রসঙ্গত, গত বৎসর ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। দেশে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুবরণের সংখ্যা ১২ হাজার ৫৪৯ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৬৫ জন এবং নারী ৩ হাজার ৪৮৪ জন।
কবির আহমেদ /ইবি টাইমস