ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: বাংলাদেশ স্বেচ্ছা সেবকলীগের পিরোজপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শনিবার (২৯মে) রাতে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশ ক্রমে অদ্য (২৯মে)এ কমিটি বিলুপ্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ হওয়ায়
পিরোজপুর জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো।
জানা গেছে, গত ২০০৪ সালে মো. শফিউল হক মিঠুকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করেন কেন্দ্রীয় কমিটি। ওই কমিটির আহ্বায়ক সফিউল হক মিঠু তখন বিএনপি কর্তক একাধীক নির্যাতন ও হামলার স্বীকার হন। তিনি জনকন্ঠর জেলা প্রতিনিধি ও পিরোজপুর পিরোজপুর প্রেসক্লাবের ৫ বারের নির্বাচিত সভাপতি ছিলেন।
সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদ শিকদার তাদের কমিটি বিলুপ্ত করার কথা স্বীকার করে জানান, সংগঠনের মেয়াদ উত্তির্ন হওয়ার কারনে তা বিলুপ্ত করা হয়েছে।
জানা গেছে, একই দিন সংগঠনের আরো মানিকগঞ্জ, নাটোর, শেরপুর, চাপাইনবাবগঞ্জ এ চারটি সহ পিরোজপুরের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস