ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে সাথী খাতুন (২০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সুজন হোসেন পলাতক রয়েছেন।
শনিবার দুপুরে ওই উপজেলার দলিলপুর গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত সাথী শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামের সুজন হোসেনের স্ত্রী ও একই উপজেলার গোলাম মোস্তফার মেয়ে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মো. মহাসিন হোসেন জানান, দলিলপুর গ্রামে সুজনের স্ত্রী সাথী খাতুনের মরদেহ ঘরের ভেতর পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে এটা হত্যা না অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুজন হোসেন পলাতক রয়েছেন। সুজনকে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
শেখ ইমন/ ইবি টাইমস