হবিগঞ্জে RAB পরিচয়ে বিকাশের মাধ্যমে চাঁদা আদায়, গ্রেফতার ৩

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নিজেদেরকে র‌্যাব অফিসার দাবী করে হুমকি দিয়ে বিভিন্ন মহল থেকে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্বদেন মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান-এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম।

গ্রেফতারকৃতরা হল, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র মোঃ কাউছার মিয়া (২৯), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের মৃত আহম্মদ শাহের পুত্র মোঃ ফয়সল শাহ (৩৫) ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের রজব আলীর পুত্র কামাল মিয়া (২২)।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা ভূয়া র‌্যাবের অফিসার পরিচয়ে হুমকি দিয়ে বিভিন্ন মহল থেকে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করত। তারা তিনজন পেশাদার প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত এ প্রতারণা চালিয়ে আসছিল। এতে গ্রামগঞ্জের নিরীহ মানুষরা প্রতারণার শিকার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »