হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সুতাং নদী থেকে অজ্ঞাত এক পুরুষ (৩২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার মির্জাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে।
হবিগঞ্জ সদর থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, স্থানীয় লোকজন সুতাং নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়।
তিনি বলেন, ‘মরদেহের পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। পুলিশ লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করছে।’
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস