নিউজ ডেস্কঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে শিক্ষাধারা অব্যহত রাখতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। তা না হলে দেশে শিক্ষা বিমুখ প্রজন্ম তৈরি হবে, যা আমাদের কারোই কাম্য নয়। ২৬ মে বিকেল ৪ টায় ‘করোনাকালে শিক্ষাধারার উত্তরণে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।
মোমিন মেহেদী এসময় আরো বলেন, দেশকে কুশিক্ষার অতলে ডুবিয়ে দেয়ার চেষ্টা করছে একটি ষড়যন্ত্রকারী মহল। তারা শিক্ষাখাতকে ধ্বংস করতে কিন্ডারগার্টেন সেক্টরটি ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। এদেরকে প্রতিহত করতে মাননীয় প্রধানমন্ত্রীরন সুদৃষ্টি প্রয়োজন।
নি ডে /ইবি টাইমস/ এম আর