বৈশ্বিক মহামারী করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩৫ লাখ ছাড়াল

করোনায় মৃত্যুবরণের দিক দিয়ে যুক্তরাষ্ট্র প্রথম, ব্রাজিল দ্বিতীয় এবং ভারত তৃতীয় স্থানে

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের করোনার পরিসংখ্যান সংরক্ষণ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৫ লাখ ১২ হাজার ৩৬৯ জন। শতকরা হিসাবে আক্রান্তের তুলনায় বিশ্বে করোনায় মৃত্যুর হার মাত্র ২% । সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ৯৪ হাজার ৭৩২ জন। বিশ্বে করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ১৫ কোটি ৭ লাখ ২৩ হাজার ৫৫০ জন। শতকরা হিসাবে করোনায় আক্রান্ত হয়ে সুস্থতার হার ৯৮ শতাংশ।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম চলছে। ফলে সংক্রমণের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। তবে ব্যাতিক্রম শুধুমাত্র ভারতে। ভারতে ব্রিটিশ মিউটেশন ভাইরাস ও দক্ষিণ আফ্রিকার মিউটেশন ভাইরাসের সংমিশ্রণে এক নতুন ডাবল মিউট্যান্ট ভাইরাস B.1.617 এর প্রাদুর্ভাবের ফলে দেশটি অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে।

প্রায় মাস খানেক যাবৎ দেশটিতে দৈনিক গড় মৃত্যু প্রায় ৪,০০০ হাজারের ঘরে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জাতীয় গণমাধ্যম জানিয়েছেন যে,গতকাল বুধবারও একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৪৭ জন। এ নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ১৫ হাজার ২৩৫ জন। এ সময় ২ লাখ ১১ হাজার ২৯৮ জনের দেহে নতুন করোনা শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৭ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তথ্যে বলা হয়েছে যে,ভারতে আজ ২ লাখেরও বেশী মানুষের দেহে নতুন করে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন। ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৯৫১ জন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস এই পর্যন্ত বিশ্বের প্রায় ২২১টি দেশে ছড়িয়ে পড়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ব্রাজিল আছে, ফ্রান্সের অবস্থান চতুর্থ,  তুরস্ক পঞ্চম, রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম এবং স্পেন দশম স্থানে রয়েছে। তালিকায় ৩৩তম অবস্থানে আছে বাংলাদেশ। আর ৩৮ তম অবস্থানে অস্ট্রিয়া।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশী সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬ হাজার ১৭৯ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মারা গেছেন ১২ হাজার ৪৫৮ জন এবং ৭ লাখ সাত হাজার ৯৩ হাজার ৬৯৩ জন আক্রান্ত হয়েছেন।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »