ঝালকাঠির কাঠালিয়ায় ভেরিবাঁধ ভেঙ্গে ও জোয়ারের পানিতে ২৫ গ্রাম প্লাবিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রাভাব ও পূর্ণিমার জোঁ এর কারনে বিষখালী ও নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পাওয়ায় কাঠালিয়া উপজেলা পরিষদ ভবনসহ শতশত বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ও মাছের ঘের তালিয়ে গেছে।

প্রধানমন্ত্রীর জমি নাই ঘর নাই প্রকল্পের প্রায় সকল আশ্রায়ন ঘরগুলোর মেঝেতে পানি ঢুকে পড়েছে। ফলে ঐ সকল ঘরের দরিদ্র মানুষ গুলোর হতাশায় দিন কাটছে।

উপজেলার কাঠালিয়া ও বড় কাঠালিয়া গ্রামের অংশের বিষখালী নদীর ভেরিবাঁধ ভেঙ্গে ঐ এলাকা ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। প্লাবিত এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বিভিন্ন এলাকার রবি শষ্যের ক্ষেত ও মাছের ঘের তলিয়ে যাওয়া কৃষকরা হতাশা গ্রস্থ।

কাঠালিয়া উপজেলা পরিষদ ভবনের অনেক অফিসের মেঝেতে পানি ঢুকে পড়েছে। ফলে ঐ সকল অফিসের কর্মকর্তারা নথি-পত্র সংরক্ষণে হতাশাগ্রস্থ। প্লাবিত এলাকা গুলো হচ্ছে কাঠালিয়া উপজেলা পরিষদ ভবন, লঞ্চঘাট এলাকা, কাঠালিয়া, বড় কাঠালিয়া, আউরা, জয়খালী, কচুয়া, রঘুয়ার চর, আমুয়া বন্দর বাজার, সরদার পাড়া, জোড়খালী, বাঁশবুনিয়া, ছোনাউটা, মরিচবুনিয়া, আওরাবুনিয়া, হেতালবুনিয়া, চিংড়াখালী, জাঙ্গালিয়াসহ ২৫টি গ্রাম। এ সব গ্রামে গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।

বাধন রায়/ ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »