অস্ট্রিয়ায় প্রায় দীর্ঘ ৭ মাস পর করোনার আইসিইউ রোগীর সংখ্যা ২০০ শতের নীচে
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনা কমিশন তাদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে অস্ট্রিয়াকে করোনার বিপদজনক লাল জোন মুক্ত ঘোষণা করেছেন। বর্তমানে সমগ্র অস্ট্রিয়াতেই করোনার সংক্রমণের বিস্তার ক্রমাগত কমে আসছে। ফলে অস্ট্রিয়ার করোনা কমিশন দীর্ঘ প্রায় ৬ মাস পর দেশকে লাল জোন মুক্ত ঘোষণা করলেন।
করোনার সংক্রমণের বিস্তার রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ইতিবাচক বিকাশ এই সপ্তাহে আবারও করোনার ট্র্যাফিক আলোতে প্রতিফলিত হয়েছে। কারণ দীর্ঘ কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো লাল জোনে আর কোনও অস্ট্রিয়ার ফেডারেল রাজ্য নেই।
বর্তমানে অস্ট্রিয়ার সকল রাজ্যেই প্রতি ১,০০,০০০ (এক লাখ) বাসিন্দা বা জনপদে করোনার সংক্রমণ ১০০ জনের নীচে। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী প্রতি এক লাখ জনপদে যদি ১০০ জন করোনায় সংক্রমিত শনাক্ত হয় তখন সে অঞ্চলটিকে করোনার সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ লাল জোন হিসাবে চিহ্নিত করার কথা বলা হয়েছে।
অস্ট্রিয়ান সংবাদ সংস্থার সাথে আলাপকালে করোনা কমিশনের জনৈক মুখপাত্র জানান,শুধুমাত্র অস্ট্রিয়ার Vorarlberg রাজ্যে গত সপ্তাহে সংক্রমণ ১০০ এর উপরে থাকলেও এই সপ্তাহে তা ৮০ এর ঘরে নেমে এসেছে। তিনি আরও জানান,এই সপ্তাহে অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্যে প্রতি ১,০০,০০০ লাখ জনপদে বা বাসিন্দার মধ্যে করোনায় সংক্রমিত শনাক্ত নিম্নরূপ, Vorarlberg ৮২.৬ জন, Tirol ৫১.৯ জন, OÖ ৪৮.৯ জন, Steiermark ৪২ জন, Niederösterreich (NÖ) ৩৫ জন,Vienna ৩৪.৫ জন, Kärnten ২৮.৯ জন, Burgenland ২২.৪ জন এবং Salzburg এ ১৯.৯ জন।
এদিকে অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের দৈনিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে গত বছরের ২৬ অক্টোবরের পর দেশে এই প্রথম করোনার আইসিইউ রোগীর সংখ্যা ২০০ এর নীচে নেমে ১৯৯ জন হয়েছে। যা অস্ট্রিয়ার করোনা পরিস্থিতির ভালো অগ্রগতির দিকে ঈঙ্গিত দিচ্ছে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৮৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০১ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১২৪ জন, NÖ রাজ্যে ১০৭ জন, Steiermark রাজ্যে ৭৭ জন,Vorarlberg রাজ্যে ৭০ জন,Tirol রাজ্যে ৫৮ জন,Kärnten রাজ্যে ২৯ জন,Burgenland রাজ্যে ১৬ জন এবং Salzburg রাজ্যে ৩ জন নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৯৪ হাজার ৮৭০ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট ভ্যাকসিন প্রদানের সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ৪৬ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪৩,১৬৮ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৫৭৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,২৬,২৫৯ জন। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬,৩৩৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ /ইবি টাইমস