রাতের জোয়ারে ফের ডুবলো ঢালচর, ক্ষতিগ্রস্ত ৫০ দোকান

চরফ্যাসন(ভোলা) : রাতের জোয়ারে ফের তলিয়ে গেছে ভোলার সাগর উপকূলের দ্বীপ ঢালচর।

মঙ্গলবার (২৫ মে) রাতে অস্বাভাবিক জোয়ারে পুরো ঢালচর প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ। অন্যদিকে জোয়ারের চাপে পুরো এলাকার ৫০টি দোকান ও মাছের আড়তসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো দ্বীপচরটি ৫ ফুট পানির নিচে ডুবে আছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার।

তিনি বলেন, রাত সাড়ে ১১টার পরেও জোয়ার অব্যাহত ছিলো।এদিকে ঝড়ের কারণে অনেকে মূল ভু-খণ্ডে আশ্রয় নিলেও অনেকেই রয়েছেন দ্বীপে। তাদের মধ্যে এক হাজার মানুষ স্থানীয় পুলিশ ফাঁড়ি ভবন, কোস্ট অফিস ও ফরেস্ট অফিসের ভবনে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

জোয়ারে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানির নিচে রয়েছে রাস্তাঘাট, ঘর বাড়িসহ বিভিন্ন স্থাপনা। ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। রাতের জোয়ারে ঢালচরের মত কুকরী-মুকরি, চর পাতিলা, কচুয়াখালীর চরসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

জামাল মোল্লা/ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »