মেহেরপুরের ধলা মাঠ থেকে যুবতীর গলিত মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের ধলা মাঠ থেকে যুবতীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে), দুপুরে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দ পুর ধলা মাঠ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, রাধাগোবিন্দ পুর গ্রামের বেল্টু মিয়া তার পাটক্ষেতে আগাছা পরিস্কারের জন্য লেবার পাঠায়। পাটক্ষেতে কর্মরত অবস্থায় তারা নাকে দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওড়না ও পাজামা পড়ে থাকতে দেখে। আরো খোঁজাখুঁজির পর একটি গলিত মরদেহ তাদের দৃষ্টি গোচর হয়। এমতবস্থায় গ্রামবাসীকে খবর দিলে মরদেহটি দেখার জন্য হৈচৈ পড়ে যায় ধলার মাঠে।

গাংনী থানা পুলিশ খবর পেয়ে পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলামসহ পুলিশের একটি দলকে  ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়। উর্ধতন কর্মকর্তাকে ঘটনা সম্বন্ধে অবহিত করা পূর্বক মরদেহটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গলিত মরদেহটির নাম ঠিকানা পাওয়া সম্ভব হয়নি। গাংনী থানা সূত্রে জানা যায়, মরদেহটি শনাক্তের ব্যবস্থা চলছে এবং কিভাবে ও কেউ এ ঘটনার সাথে জড়িত থাকলে তা তদন্ত করা হচ্ছে। কেউ ডেকে নিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে থানা পুলিশের ধারণা।

তবে এলাকাবাসীরা ভিন্নমত প্রকাশ করছেন। যেহেতু, ওড়না ও পাজামা পাওয়া গেছে সে হিসাবে যুবতী মহিলা বলে তাদের ধারণা। একই সঙ্গে মহিলাকে গণধর্ষন করা হয়েছে বলেও অনেকে মনে করেন।

কারো কারো ধারণা হয়তো বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কোন পাগলি, মানসিক রুগী এসে শিয়ালের কবলে পড়ে নাজেহাল করেছে শিয়ালের দল।

যে যেটাই ভাবুক না কেন, যেহেতু মহিলার হাত পা বাঁধা অবস্থায় ছিল। সুতরাং হত্যা কিংবা ধর্ষন হবে বললে ভুল হবেনা।

মে প্র/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »