পটুয়াখালীতে প্লাবিত এলাকায় পৌর মেয়রের খিচুড়ি বিতরণ

পটুয়াখালী প্রতিনিধিঃ ঘূর্নিঝড় ইয়াস এর প্রভাবে উচ্চ জোয়ারের কারনে প্লাবিত পটুয়াখালী শহরের কলেজ রোড, জেলা পরিষদ এবং কাঠপট্টি এলাকায় পটুয়াখালী পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ এর ব্যক্তিগত উদ্যোগে খিচুড়ি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ রোডের তালতলা এলাকায় শতাধিক পরিবারের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

তালতলা এলাকার হাসান গাজী বলেন, ‘বন্যার কারনে পানি উঠে যাওয়ায় আজ বাসায় রান্না বান্না হয়নি। তবে মেয়রের এলাকার সবাইকে খিচুড়ি দেয়ায় ছেলে মেয়ে নিয়ে দুপুরে পেট ভরে খেতে পারছি। খিচুড়ি না দিলে হওয়তো না খেয়েই থাকতে হতো।

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন অহম্মেদ বলেন, ‘গত দুই দিনে এই এলাকাটি কয়েক দফায় প্লাবিত হয়েছে। আজ সব থেকে বেশি পানি ওঠায় এরা এখন অসহায় অবস্থায় রয়েছেন। দুপুরে আমি পরিদর্শনে এসে এই পরিস্থিতি দেখে তাৎক্ষনিক এদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছি।

উল্লেখ্য, গত দুই দিনে তিন দফায় পটুয়াখালী শহর রক্ষা বাঁধের বেশ কয়েকটি পয়েন্ট থেকে পানি ঢুকে পটুয়াখালী শহরের অনেক এলাকা প্লাবিত হয়।

আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »