বাংলাদেশ পাসপোর্টে ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া

ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও হবে না: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বাংলাদেশ ডেস্কঃ ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার হাত প্রসারিত করায় বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনের সংকটের সময় সব সময়ই বাংলাদেশের মানুষের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ ও ঋণী। তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে বাংলাদেশের নতুন পাসপোর্টে পরিবর্তনকে ‘অগ্রহণযোগ্য’ বলে মনে করেন তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এসব কথা বলেন।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইলের প্রতি বিধিনিষেধের কথা উঠিয়ে নেয়া প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এই ঘটনায় আমরা খুশি হতে পারিনি তবে এটা একান্তই বাংলাদেশের সিদ্ধান্ত। আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। বিষয়টিকে বাংলাদেশের সরকারকে আবারো বিবেচনার অনুরোধ জানান রামাদান।

গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন যে, বাংলাদেশের পাসপোর্ট যেন ‘আন্তর্জাতিক মানের’ হয় সেজন্যই এই পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের উত্তরে ফিলিস্তিনি ইউসেফ রামাদান বলেন, ‘আপনি কি বলছেন যে গত ৫০ বছর ধরে বাংলাদেশী পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রাখেনি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো মুসলিম দেশ যারা পাসপোর্টে ইসরাইলের উপর এখনও নিষেধাজ্ঞা উল্লেখ করছে তাদের পাসপোর্ট কি আন্তর্জাতিক মানসম্পন্ন নয়?’ এ সময় সম্প্রতি ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলায়, ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের সমর্থন ও সহায়তার প্রশংসা করেন রাষ্ট্রদূত রামাদান।

এদিকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী সোমবার জানিয়েছেন যে,ইসরাইলের সঙ্গে আমাদের বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও হবার সম্ভাবনাও নাই। ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কোনোরকম কূটনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা নাচক করে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। হাছান মাহমুদ জানান, ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও সংহত হয়েছে।

সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার দুপুরে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান অনুষ্ঠান (অনলাইনে) শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পাসপোর্টে ইসরাইল প্রসঙ্গে পরিবর্তন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়মের জন্য পাসপোর্টের পরিবর্তনটা আনা হয়েছে। এতে ইসরাইলের কোনোভাবেই উল্লসিত হওয়ার সুযোগ নেই। ইসরাইলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে বাংলাদেশী নাগরিকদের জন্য ইসরাইল ভ্রমণ নিষিদ্ধ বা বন্ধ অব্যাহত থাকবে। পাশাপাশি ইসরাইলি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসাও বন্ধ থাকবে।

ডক্টর হাছান মাহমুদ বলেন, পাসপোর্টে যা-ই লেখা থাকুক না কেন, বাংলাদেশী নাগরিকদের জন্য ইসরাইল নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ইসরাইলিদের জন্য পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশের ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের নাগরিকরা ইসরাইল ভ্রমণ করে না। কিন্তু পাসপোর্টে সে কথাটি উল্লেখ থাকে না। আমাদের পাসপোর্টে সে কথাটি উল্লেখ ছিল। সুতরাং আমাদের যে নীতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে, ইসরাইলি আগ্রাসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ নিয়মিতভাবে ইসরাইল সংঘটিত করে আসছে, সেটির বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান সেটি একই জায়গায় আছে। বরং সম্প্রতি ইসরাইলের পক্ষ থেকে যেভাবে হামলা পরিচালনা করা হয়েছে, এতে বাংলাদেশের অবস্থান আরও সংহত হয়েছে এবং বাংলাদেশ সরকার তার প্রতিবাদ জানিয়েছে।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »