পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে ৫৭ জনের করোনা পজেটিভ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে নির্মিত পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে ৫৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। সোমবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জাহাংগীর আলম জানান, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ১০০০ লোকের পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ পেয়েছেন। পজিটিভ যাঁরা তাঁরা সেখানে আলাদা ভবনে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বলেন,৫৭ জনের মধ্যে ৩৬ জন চীনা নাগরিক রয়েছেন এছাড়া বাকীরা বাংলাদেশী। এটি যাতে ছড়িয়ে পরতে না পারে সে জন্য সকল ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্তদের অধিকাংশরই কোন লক্ষন নেই। ‘

সোমবার পর্যন্ত পটুয়াখালী জেলায়  ২২৬৮ জনের করোনা পজেটিভ হয়েছে এবং ২১২১ জন সুস্থ হয়েছে। বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন ৯৪ জন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন। এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কভিড শুরু হতে এ পর্যন্ত ১৯৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে দেশী বিদেশি কয়েক হাজার শ্রমিক কাজ করছেন, যাদের অধিকাংশই চীনা নাগরিক।

আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »