চরফ্যাসন(ভোলা) : গতকাল সোমবার সকালে মেহেদী হাসান আওলাদ ( ৪২) কে আটক করেছে ভোলার চরফ্যাসন থানা পুলিশ।
মেহেদি দৌলত খান থানার সি আর ১১৭/১০ এর ৭ বছরের সাজা প্রাপ্ত আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন থানার এ এস আই রেজাউল করিম ও এএসআই কাশেম সহ সঙ্গীয় ফোর্স।
এ এস আই রেজাউল করিম জানান, রোববার সাজাপ্রাপ্ত আসামী মেহেদী কে তার জিন্নাগড়ের বাড়ী থেকে গ্রেফতার করি এবং গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। সাজা প্রাপ্ত আসামি মেহেদী হাসান আওলাদ জিন্নাগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবদুল হাসনাত মিয়ার ছেলে।
জামাল মোল্লা /ইবি টাইমস