সমগ্র গ্রেট ব্রিটেনে ভারতের মিউট্যান্ট ভাইরাস B.1.617 ছড়িয়ে পড়ায় অস্ট্রিয়া এই সিদ্ধান্ত নিল
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক চ্যানেল Zeit im Bild (ZIB) আজ মঙ্গলবার ২৫ মে অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে,সমগ্র ব্রিটেন এখন পুনরায় ভারতীয় মিউট্যান্ট ভাইরাস B.1.617 এর দ্বারা সংক্রমিত অঞ্চল হিসাবে ঘোষিত হয়েছে। ফলে অস্ট্রিয়ান সরকার আগামী ১ জুন থেকে গ্রেট ব্রিটেন থেকে আগত সকল যাত্রীবাহী বিমানকে অস্ট্রিয়ার মাটিতে অবতরণ নিষিদ্ধ করার কথা জানিয়েছে। তবে এই নিষেধাজ্ঞার সময়সীমা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু আর বলা হয় নি।
সংবাদ সম্পর্কিত চ্যানেলটি আরও জানায় যে, করোনার মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অস্ট্রিয়ান সরকার যাত্রীদের জন্য নিয়মকানুনকে আরও কঠোর করছে। আজকের হিসাবে যুক্তরাজ্যকে আনুষ্ঠানিকভাবে ভারতের মিউট্যান্ট ভাইরাস B.1.617 এর উপদ্রুত এলাকা ঘোষণা করা হয়েছে। এর অর্থ হ’ল গ্রেট ব্রিটেন থেকে এখন পুনরায় অস্ট্রিয়ায় প্রবেশ কেবলমাত্র খুব সীমিত পরিসরে।
এদিকে অস্ট্রিয়া থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি প্রতিনিধি জানিয়েছেন যে,গ্রেট ব্রিটেনে তথাকথিত ভারতীয় রূপটি ছড়িয়ে পড়ার কারণে অস্ট্রিয়া যুক্তরাজ্য থেকে আগত ফ্লাইটের জন্য অবতরণের উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
মঙ্গলবার অস্ট্রিয়ার ফেডারেল ‘ল’ গেজেটে প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিধি অনুসারে যুক্তরাজ্য থেকে আসা বিমানগুলিকে আর ১ লা জুন থেকে অস্ট্রিয়ায় অবতরণের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
অস্ট্রিয়া ইতিপূর্বেও আরও একবার ব্রিটেন থেকে আগত বিমানের অবতরণ নিষিদ্ধ করেছিল বৃটিশ মিউট্যান্ট ভাইরাসের জন্য। সংবাদ সংস্থাটি জানিয়েছে তথাকথিত ব্রিটিশ মিউট্যান্ট ভাইরাসের জন্য গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত অস্ট্রিয়ায় যুক্তরাজ্য থেকে বিমানের অবতরণ নিষিদ্ধ ছিল। তবে ২১ শে মার্চ থেকে দুই দেশের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু করা হয়েছিল।
সম্প্রতি ভারতে আবিষ্কৃত করোনাভাইরাসের ডাবল মিউট্যান্ট ভাইরাস B.1.617 যুক্তরাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটির রূপটি বিশেষত সংক্রামক বলে মনে করা হয় এবং এটি বিশ্বাস করা হয় যে সাম্প্রতিক মাসগুলিতে ভারতে সংক্রমণের সংখ্যাটি ভারতে বিস্ফোরিত হয়েছে।
আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ৬১ জন,Steiermark রাজ্যে ৪৬ জন,NÖ ৩৭ জন,Tirol রাজ্যে ৩৪ জন, Salzburg রাজ্যে ৩৩ জন,Vorarlberg রাজ্যে ৩১ জন,Kärnten রাজ্যে ২৯ জন এবং Burgenland রাজ্যে ৮ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অস্ট্রিয়ায় করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ২৫,২৬৭ ডোজ এবং এই পর্যন্ত করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন করা হয়েছে ভোট ৪৬,১৮,০৮৫ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪২,১৩৮ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৫৫১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,২৪,৫৪৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭,০৩৮ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২১৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬০২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস