ভারতে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়াল,আজ মৃত্যুবরণ ৪,৪৫৫ জন

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় দেশ হিসাবে ভারতে করোনায় মৃত্যুবরণ ৩ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনা বিশ্বজুড়ে গত দেড় বছরের বেশী সময় ধরে তাণ্ডব চালানোর পর বর্তমানে বিভিন্ন দেশে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করলেও ভারতে এখনও ভয়ঙ্কর অবস্থায় বিরাজমান।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন নেটওয়ার্ক ABP Ananda তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন যে,পশ্চিমবঙ্গে কোভিশিল্ড টিকার ২ ডোজ গ্রহণের পরও এই পর্যন্ত একজন চিকিৎসকসহ প্রায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাই রাজ্যের সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা কোভিশিল্ড টিকা গ্রহণের পরও করোনার যথাযথ বিধিনিষেধ মেনে চলতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে আরও ৪ হাজার ৪৫৫ জন। যা ভারতের মহামারীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক মৃত্যু। এ নিয়ে ভারতে ৩ লাখ ছাড়াল করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা। ভারতে করোনায় এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৩ লক্ষ ৩ হাজার ৭২০ জন।

ভারতের জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, গত ১২ দিনেই দেশটিতে অর্ধলাখের বেশি মানুষ মারা গেছেন করোনায়। বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাত্র ২৬ দিনের মাথায় এক লাখের ওপর মানুষের মৃত্যু হল ভাইরাসটির সংক্রমণে।ভারতে প্রাণহানির তালিকায় দেশটির অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবার শীর্ষে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যেই করোনায় মারা গেছেন ৮৯ হাজারের মতো মানুষ। পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও রাজধানী নয়াদিল্লি। রবিবারও দেশটির ২ লাখ ২৩ হাজার মানুষের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। মোট সংক্রমিত ২ কোটি ৬৭ লাখের বেশি।

এদিকে বিশ্বজুড়ে গত দুই দিনে ধরে করোনায় নতুন সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ ৭৮ হাজার।এর আগের দিন শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১০ হাজার মানুষ। যা আগের দিনের তুলনায় প্রায় ২ হাজার কম ছিল। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যাও কমেছে প্রায় ৫০ হাজার। আজ সোমবার আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৮৮ হাজার।

করোনাভাইরাসের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৬৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৭৮ হাজার ১৮৬ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৩৫২ জনে।

কবির আহমেদ /ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »