দারুণ খবর বলে মন্ত্রব্য ইসরাইলী কর্মকর্তা গিলাদ কোহেনের! বাংলাদেশের নতুন পাসপোর্টে এখন থেকে আর লেখা থাকবে না All Countries except Israel.
বাংলাদেশ ডেস্কঃ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরাইল ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২২ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাদ কোহেন এই খবরকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এ বিষয়ে এক টুইটে গিলাদ কোহেন বলেন, দারুণ খবর! ইসরাইলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানাই। আমি বাংলাদেশ সরকারকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানাই, যাতে দুই দেশের মানুষ লাভবান হয়।
প্রসঙ্গত, ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। এর আগে, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। তবে পরিবর্তিত নতুন পাসপোর্টে লেখা হচ্ছে- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক মানের পাসপোর্টের স্ট্যান্ডার্ড রাখতে গিয়ে এটা করা হয়েছে।’ পাসপোর্টের লেখায় পরিবর্তন হলেও তা পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন নয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রবিবার ২৩ মে জানিয়েছেন যে,আন্তজার্তিক মান বজায় রাখতেই পাসপোর্ট থেকে ইসরাইলের বিষয়টি তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইল ইস্যুতে বাংলাদেশের অবস্থান বহাল আছে। বাংলাদেশ এখনও প্যালেস্টাইনের পক্ষেই রয়েছে।
বাংলাদেশী পাসপোর্টে ‘ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি আর লেখা থাকছে না। পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা বলছেন, সরকারের সিদ্ধান্তেই নতুন ই-পাসপোর্ট থেকে ইসরাইলের প্রসঙ্গটি বাদ দেয়া হয়েছে। এখন থেকে লেখা থাকবে–’এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’।
এদিকে ইসরাইলের পত্রিকা “জেরুজালেম পোস্টের” এক প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ। মূলত পাসপোর্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সূত্র ধরেই এ সংবাদ করেছে গণমাধ্যমটি। এ খবরে এক ধরণের ধোঁয়াশা তৈরী হয়। ইসরাইল ইস্যুতে কয়েক যুগ ধরে অনুসৃত পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশ সরে এসেছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে।
তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করলেন। তিনি পরিষ্কার করে বলেন,পাসপোর্ট থেকে ইসরাইলের নাম সরিয়ে ফেললেও ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা তোলা হয়নি বরং ফিলিস্তিনের পক্ষে রয়েছে বাংলাদেশ সরকার। গণমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশ তার ইসরাইল নীতি পরিবর্তন করেনি।
কবির আহমেদ/ ইবি টাইমস