হবিগঞ্জের নবীগঞ্জে ঘর পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা

হবিগঞ্জ প্রতিনিধি : রাতের আধারে হিন্দু সম্প্রদায়ের খড়েরঘর, গোয়ালঘর ও লাকড়িরঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘরের মালিক অসহায় কাঞ্চন সুত্রধর স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে বিষয়টি অবহিত করেছেন। এমনকি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন। এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামে। ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায় কাঞ্চন সুত্রধর ও তার পরিবার পরিজ্বন এর কাছ থেকে  জানা গেছে ।

রোববার ভোররাতে  ওই গ্রামের মৃত কামিনী সুত্রধরের পুত্র কাঞ্চন সুত্রধর এর বসতবাড়ির খড়ের ঘর,গোয়ালঘর ও লাকড়ির ঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে ওই বাড়ির অন্যান্য লোকজন ও গ্রামবাসীর সহযোগিতায় আপ্রাণ চেষ্টা ও প্রচেষ্টার পর আগুন নিভানো নিয়ন্ত্রনে আনেন।

এব্যাপারে ঘরের মালিক ক্ষতিগ্রস্থ কাঞ্চন সুত্রধর জানান-তার পাশাপাশি খেড়েরঘর,গোয়ালঘর ও লাকড়ির তিনটি ঘর ও বিভিন্ন প্রজাতির গাছ- গাছালি পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরী (জিডি) করবেন বলে জানিয়েছেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »