আগামী শুক্রবার সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জের করোনার বিধিনিষেধ আরও শিথিলতার বিরোধিতায় স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগাং মুকস্টাইন
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে, সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের(ÖVP) দ্রুত করোনার বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগং মুকস্টাইন (Greens)। উদাহরণস্বরূপ চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ আগামী জুন মাসের প্রথম থেকেই দেশে এফএফপি২ মাস্ক পড়ার বাধ্য-বাধ্যকতা উঠিয়ে দিতে চাইছেন কিন্ত স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন চাইছেন মাস্ক পড়ার বাধ্য বাধ্যকতা এই বছরের শেষ পর্যন্ত বলবৎ থাকুক।
সংবাদ সংস্থাটি জানিয়েছে যে,শনিবার স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন চ্যান্সেলর কুর্জকে “তুলনামূলকভাবে অস্পষ্ট ঘোষণা” দেওয়ার জন্য সমালোচনা করেছিলেন। এখন আজ আবার ÖVP এর রাজনীতিবিদরা স্বাস্থ্যমন্ত্রীকে আক্রমণ করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগ্যাং মুকস্টাইনের সমালোচনার পর অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) ক্লাবের প্রধান আগস্ট ওয়েগিংগার (ÖVP) এপিএকে বলেছেন যে স্বাস্থ্যমন্ত্রী মুকস্টাইন গ্রীষ্মে লোকদের বাইরেও মাস্ক পড়াতে চাচ্ছে। আমরা চাচ্ছি দ্রুত স্বাভাবিকতায় ফিরে আসতে।
কোয়ালিশন সরকারের নীতিনির্ধারকদের মধ্যে বিভেদের কারণ হ’ল চ্যান্সেলর গত কয়েকদিন ধরে করোনার কঠোর বিধিনিষেধ আরও দ্রুত শিথিলতার কথা বলে আসছেন। তিনি আসন্ন সপ্তাহের জন্য মাস্কের প্রয়োজনীয়তা আরও শিথিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। শুক্রবার Tirol রাজ্যে তিনি একটি সুনির্দিষ্ট ঘোষণা করেছিলেন যে দূরত্বের নিয়ম, বর্গমিটারের বিধিনিষেধ এবং কারফিউ ঘন্টা আরও শিথিল বা প্রত্যাহার করা হবে খুব শীঘ্রই।
ভোরারলবার্গ বিশেষজ্ঞ আরমিন ফিদলার (যিনি অস্ট্রিয়ার করোনা কমিশনের সদস্য) জানান যে, স্বাস্থ্যমন্ত্রী করোনা কমিশনের নিয়মিত বৈঠকে অস্ট্রিয়ায় এত দ্রুত মাস্ক পরিধান প্রত্যাহারে তীব্র বিরোধিতা করেন। শনিবার ভোরারলবার্গের স্থানীয় পত্রিকা Vorarlberg Nachrichten জানান, বিশেষজ্ঞ আরমিন ফিদলারও আগামী ১ লা এর পূর্বে অস্ট্রিয়ায় আর কোন শিথিলতা না করার কথা জানিয়েছেন।
এখন দেখা যাক,আগামী শুক্রবার ২৮ মে সরকারের সাথে দেশের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ,রাজ্য গভর্নর এবং বিরোধী নেতৃবৃন্দের বৈঠকের পর সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ কি সিদ্ধান্ত নেন।
এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।
রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৫ জন। অন্যান্য রাজ্যের মধ্যে Steiermark রাজ্যে ৯১ জন,OÖ রাজ্যে ৯০ জন, NÖ রাজ্যে ৭০ জন,Tirol রাজ্যে ৫৬ জন,Vorarlberg রাজ্যে ৪৭ জন, Kärnten রাজ্যে ২৩ জন,Salzburg রাজ্যে ৫ জন এবং Burgenland রাজ্যে ৩ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ দেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৫৭,২৮২ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৪৫,৬০,৬৩৪ ডোজ।
অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪১,৩৮০ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৫৪৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,২২,৮৮৯ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭,৯৪৫ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৩৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬১৯ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
কবির আহমেদ/ ইবি টাইমস