হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর লোহারপুল বস্তি নামক স্থানে অজিদ রাজবংশীর বসত গৃহ তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার ও পদ্মা মহালি (২৬) এবং তার স্বামী অজিত রাজবংশী (২৮)কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। ২২ মে (শনিবার) ভোর সাড়ে ৫টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এ তল্লাশি অভিযানে ছিলেন এসআই ভুপেন্দ্র বর্মন ও এএসআই মাহমুদ হাসান সহ একদল পুলিশ। উপস্থিত ছিলেন আশপাশের লোকজন।
ওসি মোঃ আলী আশরাফ জানান, গোপন সংবাদ পেয়ে তিনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় অজিদ রাজবংশীর বসত গৃহের খাটের তল থেকে কালো রঙ্গের স্কুল ব্যাগে থাকা ৭কেজি গাঁজা উদ্ধার করেন। পুলিশের আচঁ পেয়ে লেনদেন করতে আসা অপর ব্যবসায়ী মোবাইল ফেলে পালিয়ে গেলে তারা ব্যবসায়ী অজিদ ও তার স্ত্রী পদ্মাকে আটক করেন। অজিদ ওই বস্তীর রেন্টু রাজবংশীর পুত্র।
গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস