ঝিনাইদহ প্রতিনিধিঃ রোজিনা ইসলামসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলা প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
দুপুরে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ জেলা প্রেসক্লাব। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা প্রেসক্লাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সংবাদিকরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন পেসক্লাব সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ অন্যান্যরা নেতৃবৃন্দ।
সেখান থেকে প্রেরণা একাত্তর চত্বরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় বক্তারা, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন, নির্যাতন ও হামলা প্রতিবাদ জানান।
এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
শেখ ইমন /ইবি টাইমস