অস্ট্রিয়ার অধিকাংশ অঞ্চল করোনার লাল জোন থেকে কমলা ও হলুদ জোনে

রাজধানী ভিয়েনা এখন লাল জোন থেকে কমলা জোন স্থানান্তরিত

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে অস্ট্রিয়ার করোনার রং পরিবর্তন করেছেন। শুধুমাত্র অস্ট্রিয়ার সুইজারল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমের রাজ্য Vorarlberg এখনও অব্যাহত করোনার লাল জোনেই থাকছে।

অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক অনুষ্ঠান Zeit im Bild (ZIB) করোনা কমিশনের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে,অস্ট্রিয়ার শ্রমমন্ত্রী মার্টিন কোচার (ÖVP) শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি সম্প্রচার কেন্দ্রে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ায় ঝুঁকিপূর্ণ গ্রুপের মানুষের কাজের ছুটি জুন মাসের শেষ পর্যন্ত বর্ধিত করার কথা বলেছেন।

তিনি আরও জানান,শুক্রবার ২১ মে এই সংশ্লিষ্ট অধ্যাদেশটি শ্রম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে। শ্রমমন্ত্রী আরও বলেন,ঝুঁকিপূর্ণ গ্রুপের যারা ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন সম্পন্ন করেছেন তাদের উচিত ব্যক্তিগত চিকিৎসকের সাথে যোগাযোগ করে পরবর্তী করণীয় ব্যবস্থার পরামর্শ নেয়া। শ্রম মন্ত্রনালয় এবং স্বাস্থ্যমন্ত্রণালয়ের মধ্যে একটি নতুন নিয়ন্ত্রণ প্রয়োজন। এই ব্যাপারে দুই মন্ত্রণালয়ের মধ্যে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য যে,২০২০ সালের মে মাসে করোনার মহামারীর জন্য অস্ট্রিয়ায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্রুপের মানুষের জন্য তাদের কাজে ছুটি দেয়া হয়েছিল। এই ছুটির মেয়াদ এই মে মাসেই শেষ হওয়ার কথা ছিল। বর্তমানে এটি জুন মাসের শেষ পর্যন্ত বাড়ানো হল।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৭৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৯ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১৬৯ জন,Steiermark রাজ্যে ১১৩ জন,NÖ রাজ্যে ৭৮ জন,Tirol রাজ্যে ৬৯ জন, Vorarlberg রাজ্যে ৫২ জন,Kärnten রাজ্যে ৩৪ জন, Burgenland রাজ্যে ২৯ জন এবং  Salzburg রাজ্যে ১৪ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সারাদেশে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১,০৯,২২০ ডোজ এবং এই পর্যন্ত মোট ভ্যাকসিন প্রদান করা হয়েছে ৪৩,৯৩,৮০৪ ডোজ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬,৪০,২৯৩ জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১০,৫৩৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৬,২০,৮৩৭ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,৯২২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২৩৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭০৭ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »