
অস্ট্রিয়ার অধিকাংশ অঞ্চল করোনার লাল জোন থেকে কমলা ও হলুদ জোনে
রাজধানী ভিয়েনা এখন লাল জোন থেকে কমলা জোন স্থানান্তরিত ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে অস্ট্রিয়ার করোনার রং পরিবর্তন করেছেন। শুধুমাত্র অস্ট্রিয়ার সুইজারল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমের রাজ্য Vorarlberg এখনও অব্যাহত করোনার লাল জোনেই থাকছে। অস্ট্রিয়ার রাস্ট্রীয় টেলিভিশন ORF এর সংবাদ বিষয়ক অনুষ্ঠান Zeit im Bild (ZIB) করোনা কমিশনের উদ্ধৃতি দিয়ে এই…