হবিগঞ্জ প্রতিনিধি : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিএমএসএফ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে সদস্য সচিব একে কাওসার পরিচালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন, শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ।
আরো উপস্থিত ছিলেন, প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, প্রেসক্লাব সদস্য শফিকুল আলম চৌধুরী, নূরুজ্জামান ভূইয়া মামুন, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শাকিল চৌধুরী, প্রদীপ দাস সাগর, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, মুজিবুর রহমান, মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএমএসএফ’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আজকের সংবাদ এর জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক ও আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর মোঃ আব্দুল কাদির, বাংলা টিভির প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল
বিএমএসএফ সদস্য- বাংলাটিভি ৭১ এর জেলা প্রতিনিধি মোঃ রহমত আলী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি এম এ শাহ আলম শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোঃ জমির আলী, দৈনিক বাংলাদেশ বুলেটিন এর জেলা প্রতিনিধি জাহেদ আলী মামুন, দিনরাতের আমীর হামজা, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি আব্দুল হান্নান৷ চৌধুরী ও চেক পোস্টের স্টাফ রিপোর্টার মোঃ ফয়ছল আহমেদ পলাশ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও জড়িতদের গ্রেফতারের দাবী জানান অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী করে দেন সাংবাদিকবৃন্দ।
মোতাব্বির হোসেন কাজল/ ইবি টাইমস