ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ ছাত্র মো. আল আমিন আকন (২২) হত্যা কান্ডের ঘটনায় মো. সাফিকুল আলম খান(২৫) নামের এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সাফিকুল আলম উপজেলার ভেচকি গ্রামের এনায়েত হোসেন খানের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. এসআই বাশার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৯মে) রাতে তাকে উপজেলার ডৌয়াতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাতে উপজেলার উত্তর ভেচকি (বাইশ কুড়া) গ্রামের সিদ্দিক আকনের পুত্র ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের স্নাতক (বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র আল- আমিন আকনের মরদেহ বাড়ির সামনের ফসলের মাঠ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিক আকন বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, মাদক সেবনের ঘটনায় ওই কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস