লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ ও ‘স্বেচ্ছায় করবো রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ স্লোগানে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন “তানহা হেলথ ফাউন্ডেশন’র ঈদ পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন হাসপাতাল রোডস্থ বিএফজি চাইনিজ রেস্তোরাঁয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যদের নিয়ে পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল খায়ের সবুজের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (লালমোহন) মেহেদী হাসান সুমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (তজুমদ্দিন) আবদুর রাজ্জাক, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম শুভরাজসহ স্বেচ্ছায় রক্তদাতা সকল স্বেচ্ছাসেবী সদস্যগণ উপস্থিত ছিলেন।
সালাম সেন্টু /ইবি টাইমস