স্পোর্টস ডেস্ক: ২৩ মে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছুটি কাটিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন সাকিব আল হাসান। তবে বাদ পড়েছে শ্রীলঙ্কায় টেস্ট সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্ত। এছাড়া দলে জায়গা হয়নি ইমরুল কায়েসেরও।
করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৫ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আরও চারজনকে রেখেছে বিসিবি। তাঁরা হলেন- মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম।
ডেস্ক/ইবিটাইমস/আরএন