হবিগঞ্জের চুনারুঘাটে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হবিগঞ্জ প্রতিনিধি : দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার  মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৯ মে) রাত ১০ টায় শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে জন্মদিন পালিত হয়।

বাংলা টিভির চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজলের সভাপতিত্বে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম, উবাহাটা ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান মোঃ চান্দ আলী  মেম্বার, সাবেক ইউপি মেম্বার আব্দুল মান্নান,  শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, সাবেক ইউপি মেম্বার  আব্দুল মন্নান বাবুল,  সমাজসেবক মোঃ ফারুক মিয়া  শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল কাইয়ুম, সাংবাদিক মোঃ আব্দুল মঈন, ফয়সল আহমেদ প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা বাংলা টিভির সফলতা কামনা করে বলেন,সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসংগতি লেখনীর মাধ্যমে তুলে ধরেন। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় সাংবাদিকরা যেন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা অব্যাহত রাখেন সেই আহবান জানান অতিথিরা।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »