সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর হামলা ও তার নামে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার (১৯ মে) বেলা ১১টায় থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী শহরের গোপাল কৃষ্ণ টাউন হলের সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ন চৌধুরীর’র সভাপতিত্বে ও সদস্য সচীব এসএম রেজাউল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি সংবাদের প্রতিনিধি একে আজাদ, এমএ রব্বানী ফিরোজ, অবজারভারের মো. জিয়াউল হাসান, পিরোজপুরের কথার সম্পাদক জহিরুল হক টিটু, সাবেক সাধারন সম্পাদক সমকালের প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এসএম তানভীর আহম্মেদ, আমাদের সময়ের খালিদ আবু, বিডিনিউজ২৪.কম এর মো. হাসিবুল হাসান প্রমুখ।

বক্তরা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে মুক্তি প্রদান ও তার উপর হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী করা হয়।

এ ছাড়া জেলার কাউখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, আরটিভি জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ, সাবেক সাধারন সম্পাদক তারিকুর রহমান তারেক প্রমুখ।

এ ছাড়া একই দিন সকাল ১০ টায় জেলা ছা্ত্র ইউনিয়নের উদ্যোগে রোজিনা ইসলামের মুক্তির দাবীতে শহরের গোপালকৃষ্ণ টাউন হলের সামনে সংগঠনের সভাপতি ইমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক আব্বাস তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »